East Bengal Club
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ইস্টবেঙ্গলে বিনিয়োগ সংক্রান্ত কথাবার্তা চূড়ান্ত করতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ যাচ্ছেন লাল-হলুদ কর্তারা। বৃহস্পতিবারই দুই কর্তা ঢাকা যাচ্ছেন বলে ক্লাব সূত্রে খবর। বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্তাদের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত চূড়ান্ত কথা বলতেই এই সফর।

এর আগে ১৪ মার্চ ঢাকায় বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সহ শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক সেরেছেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা। সেই সফরে দেবব্রত সরকার, রূপক সাহা সহ আরও কয়েকজন কর্তা ছিলেন। ছিলেন আইনজীবীদের একটি প্রতিনিধি দল। তবে এবার আইনজীবীরা কেই থাকছেন না বলে জানা গেছে। শুধু দুই কর্মকর্তাই ঢাকা যাচ্ছেন।

এদিকে বিনিয়োগ নিয়ে আলোচনার পাশাপাশি দলগঠনের প্রক্রিয়াও এগিয়ে নিয়ে চলেছে লাল-হলুদ শিবির। এবার গোকুলাম কেরালা এফসির তরুণ উইঙ্গার জিতিন এমএসকে নেওয়ার জন্য ঝাঁপাল ইস্টবেঙ্গল। জানা গেছে, তাঁর সঙ্গে কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। আসন্ন মরশুমের জন্য খুব শিগগিরই তিনি চুক্তিবদ্ধ হতে চলেছেন লাল-হলুদ ক্লাবের সঙ্গে।

Share it