নিউজ ওয়েভ ইন্ডিয়া: 27 ডিসেম্বর থেকে I League অভিযান শুরু করছে মহমেডান স্পোর্টিং। তার আগে প্রস্তুতি শিবির চলছে চূড়ান্ত পর্যায়ে। শনিবার বড়দিনের সকালেও অনুশীলনে ছুটি ছিল না ফুটবলারদের। অনুশীলনে বেশ চনমনে ও আত্মবিশ্বাসী দেখাল শেখ ফৈয়াজদের।
শনিবার বড়দিনের শীতের সকালে মহমেডান মাঠে অনুশীলন করতে চলে আসে গোটা টিম। একে একে বাস থেকে নামেন। যথাযথ স্যানিটাইজেশনের পরেই শুরু হয় অনুশীলন। প্রথমে ফিটনেস ট্রেনিং। পরে বল নিয়ে ফুটবলারদের পজেশনিং অনুশীলন করান কোচ আন্দ্রে চেরনিশভ।
প্র্যাকটিসের ফাঁকে দলের অন্যতম সিনিয়র ফুটবলার শেখ ফৈয়াজ মিডিয়াকে জানান, দলের প্রি সিজন কন্ডিশনিং বেশ ভালোই হয়েছে। এখন I League খেলতে নামার জন্য দল সম্পূর্ণ প্রস্তুত। প্রথম কয়েকটা ম্যাচে দলকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। প্রথম একটা দুটো ম্যাচে জয় এলেই আত্মবিশ্বাস ও ফিটনেস লেভেল বেড়ে যাবে।
দলের টেকনিক্যাল ফুটবল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস জানান, টিম ভালো শেপেই আছে। প্র্যাকটিস ম্যাচগুলোতে যেরকমভাবে ছেলেরা খেলেছে, সেরকম খেলতে পারলে জেতা নিয়ে চিন্তা নেই। দলের ফুটবলাররাও ভালো ফর্মে আছে। চ্যাম্পিয়ন হওয়াই এবারে লক্ষ্য। দলের পঞ্চম বিদেশি ইসমার তনদির সম্পর্কেও যথেষ্ট উচ্ছ্বসিত দীপেন্দু।