নতুন মাঠে নতুন মরসুমের জন্য অনুশীলন শুরু মহামেডান ফুটবলারদের
Share it


নিউজ ওয়েভ ইন্ডিয়া: 2022-23 মরসুমের জন্য অনুশীলন শুরু করে দিল সাদা-কালো ব্রিগেড। এবার ISL-এ যোগ্যতা অর্জন করাই যে পাখির চোখ সেকথা গোপন রাখছেন না ক্লাবকর্তারা। তবে আপাতত ক্যালকাটা প্রিমিয়ার লিগ জয়ই লক্ষ্য মহামেডান শিবিরের। এবার তারা CFL-এ অংশ নিচ্ছে বলে আগেই IFA কে জানিয়ে দিয়েছেন ক্লাবকর্তারা। দল গঠনও প্রায় সমাপ্ত। সুতরাং সহকারী কোচ জোসেফ নায়েকের অধীনে প্রথম দিনেই জোরকদমে গা ঘামাতে শুরু করে দিলেন শেখ ফৈয়াজরা।

অনুশীলন শুরুর আগে এদিন বিকেলে সমস্ত ফুটবলারদের সঙ্গে মিলিত হন ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি, সচিব দানিশ ইকবাল, শীর্ষকর্তা মহম্মদ কামারুদ্দিন, বিলাল আহমেদ খান ও অন্যান্যরা। সেখানে আল্লার কাছে হাতজোড় করে আসন্ন মরসুমে সাফল্যের জন্য দুয়া চান সকলে। পরে সাইড লাইনে বসে দলের অনুশীলনও দেখেন সকলে। দল নিয়ে আশাবাদী সচিব দানিশ ইকবাল। তিনি বলেন, “ইনভেস্টর ও ক্লাবকর্তারা একসঙ্গে খুব মন দিয়ে দল তৈরি করেছেন। তাই সাফল্যের বিষয়ে আমরা যথেষ্ট আশাবাদী।”

ফুটবল ম্যানেজার দীপেন্দু বিশ্বাসও দল নিয়ে নিজের সন্তোষ প্রকাশ করেছেন। তিনিও বলেছেন, “গতবারের ব্যর্থতা ভুলে এবারে ISL-এ যোগ্যতা অর্জন করার দলের সর্বোচ্চ লক্ষ্য। তারজন্য চেষ্টার কোনও ত্রুটি রাখা হবে না।”

সহকারী কোচ জোসেফ নায়েক জানিয়েছেন, প্রথম দিন থেকেই হার্ডওয়ার্ক করছেন তাঁরা।

নতুন মরসুমের জন্য এবার মাঠও কলকাতা লিগ খেলার উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে। শুধু মাঠ নয়, ড্রেসিং রুম, জিম ও ক্লাব তাঁবুও নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। এদিন প্রিয় দলের প্র্যাকটিস দেখতে কয়েকশো সমর্থক হাজির ছিলেন গ্যালারিতে। সব মিলিয়ে প্রথম দিন থেকেই ফুরফুরে মেজাজ লক্ষ্য করা গেছে মহামেডান শিবিরে।

Share it