Messi
Share it

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবার প্যারিসের পথে পা বাড়াচ্ছেন কি না, তা জানা যাবে খুব শীঘ্রই। লিওনেল মেসি বার্সেলোনায় রবিবার একটি বিদায়ী সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গেছে।

ইতিমধ্যেই প্যারিস সেইন্ট জার্মেইঁ বা PSG ক্লাবের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন মেসির প্রতিনিধিরা। বৃহস্পতিবার বার্সেলোনা থেকে মেসির বিদায়ের ঘোষণা আসার পরপরই মেসির ক্যাম্প থেকে PSG-এর সঙ্গে যোগাযোগ করা হয়।

এর আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা জানিয়ে দেয় লিওনেল মেসির সাথে তারা যে চুক্তিতে সম্মত হয়েছিল সেটা চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না। শৈশব থেকে লিওনেল মেসি বার্সেলোনাতেই খেলেছেন। চলতি বছরের ১ জুলাই থেকেই লিওনেল মেসি ফ্রি এজেন্ট, অর্থাৎ কোন ক্লাবের সঙ্গেই আর চুক্তিবদ্ধ নন।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বার্সেলোনার হয়ে ৬৭২ গোল করেন, ১০টি লা লিগা শিরোপা জেতেন, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতেন। এছাড়া ছ’বার ব্যালন ডি’অরও পান তিনি।

Share it