Neeraj Chopra
Share it

দারুন অধ্যাবসায়, কঠিন অনুশীলন, দৃঢ় সংকল্পতা। এসবেরই অপর নাম নীরজ চোপড়া। দেশবাসীর বড় আদরের, ভালোবাসার ছেলে নীরজ। টোকিও অলিম্পিক্সে তাঁর সোনার জয়ের পর সোশ্যাল মিডিয়ায় একের পর এক অনুশীলনের ভিডিও দেখে জলের মতো পরিষ্কার, যে এই সব গুণগুলোই ২৩ বছরের ছেলেটার মধ্যে ভালোভাবেই রয়েছে।


অলিম্পিক্সে অ্যাথলেটিক্সের ট্রাক অ্যান্ড ফিল্ডে প্রথম সোনা ভারতের। নীরজ চোপড়ার হাত ধরে শনিবার টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জেতে ভারত। তৈরি হয় ইতিহাস। কিন্তু, সোনা জয়ের প্রায় ২৪ ঘণ্টা কাটতে চললেও এখনও ঘোর কাটছে না দেশবাসীর।


সোশ্যাল মিডিয়ায় রবিবারেও আছড়ে পড়ছে নীরজকে শুভেচ্ছাবার্তার ঢেউ। এরইমধ্যে ভাইরাল রয়েছে নীরজের একটি পুরনো টুইট। এই সাফল্যের পিছনে রয়েছে কোন মন্ত্র? কী ভাবে নিজেকে অনুপ্রেরণা দিতেন নীরজ? সেই রহস্য লুকিয়ে রয়েছে তাঁর টুইটে। তিন বছর আগের সেই টুইট এখন ভাইরাল।


তিন বছর আগে নীরজের একটি টুইট। হিন্দিতে লেখা সেই টুইটের অর্থ, ‘সাফল্যের স্বপ্ন যখন ঘুমোতে দেয় না, পরিশ্রম যখন আনন্দ দেয়, কঠিন পরিশ্রমও যখন ক্লান্ত করতে পারে না, তখন তুমি বুঝবে যে সাফল্যের ইতিহাস গড়তে চলেছ তুমি।’ নেটিজেনদের মতে, এই টুইটই প্রমাণ করে সাফল্যের জন্য কতটা মরিয়া ছিলেন নীরজ।

Share it