জয়ের আনন্দ উদযাপন ভারতীয় দলের
Share it

এক ম্যাচ বাকি থাকতেই টি২০ সিরিজ জিতে একদিনের সিরিজ হারের বদলা নিল টিম ইন্ডিয়া। রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২ বল বাকি থাকতেই ৪ উইকেটে ১৯৪ রান তুলে ম্যাচ পকেটে পুরে নেয় ভারত। মঙ্গলবার সিডনিতেই সিরিজের তৃতীয় ম্যাচ হবে।

ম্যান অফ দ্য ম্যাচ হার্দিক পাণ্ডিয়া
ম্যান অফ দ্য ম্যাচ হার্দিক পাণ্ডিয়া

প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের পিটিয়ে ৫ উইকেটে ১৯৪ রান তোলে ম্যাথু ওয়েডরা। ৩২ বলে ৫৮ রান করেন ওয়েড। ৩৮ বলে ৪৬ রান করেন অধিনায়ক স্টিভ স্মিথ। ভারতীয় বোলারদের মধ্যে এদিনও ভালো বল করলেন ইয়র্কার বিশেষজ্ঞ টি নটরাজন। চার ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি।
অনবদ্য ব্যাটিং শিখর ধাওয়ানের
অনবদ্য ব্যাটিং শিখর ধাওয়ানের

অজিদের বিশাল অঙ্কের স্কোর তাড়া করতে গিয়ে দুর্দান্ত শুরু করে ভারত। ২২ বলে ৩০ রান করেন কে এল রাহুল। ৩৬ বলে ৫২ রান করেন শিখর ধাওয়ান। রান পান অধিনায়ক কোহলিও। ২৪ বলে ৪০ রান করেন ক্যাপ্টেন কোহলি। তবে সবাইকে ছাপিয়ে এদিনও নায়ক হার্দিক পাণ্ডিয়া। ২২ বলে ৪২ রান করে ভারতকে জয় এনে দেন ম্যান অফ দ্য ম্যাচ পাণ্ডিয়া।

Share it