নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিরাট কোহলির লাগাতার খারাপ ফর্মের প্রভাব পড়ল ICC Test Ranking-এ। Ranking আরও পিছিয়ে পড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। টেস্ট Ranking-এ বিরাটকে টপকে গেলেন তাঁর সতীর্থ রোহিত শর্মাও। সদ্য প্রকাশিত তালিকায় পঞ্চম স্থানে রোহিত শর্মা। বিরাট নেমে এসেছেন ষষ্ঠ স্থানে।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একেবারেই ভাল ফর্মে নেই বিরাট কোহলি। শেষ ৫২টি ইনিংসে রান নেই তাঁর। অন্যদিকে, রোহিত শর্মা নিয়মিত রানের মধ্যে আছেন। যার জেরে তিনি উঠে এসেছেন পঞ্চম স্থানে। কেরিয়ারে এই প্রথমবার রোহিত প্রথম পাঁচে জায়গা করে নিলেন। রোহিতের রেটিং পয়েন্ট ৭৭৩। বিরাটের সংগ্রহ ৭৬৬ রেটিং পয়েন্ট।
এদিকে, প্রায় ৬ বছর পর ICC টেস্ট ক্রমতালিকার শীর্ষস্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তাঁর রেটিং পয়েন্ট ৯১৬। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন ইউলিয়ামসনকে সরিয়ে এক নম্বরে উঠেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৯০১। তৃতীয় স্থানে স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার লাবুশেন চতুর্থ স্থানে।