RCB
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আইপিএল-২০২১ এর পার্ট-২ শুরু হতে আর এক মাসও বাকি নেই। এর মধ্য়ে বড়সড় রদবদল ঘটে গেল বিরাট কোহলিদের সংসারে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সাইমন কাটিচ।


সরে দাঁড়ানোর পিছনে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। তাঁর পরিবর্তে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মাইক হেসনকে। যিনি কাটিচের সহকারী ছিলেন। এছাড়া আরও বেশ কিছু পরিবর্তন করেছে আরসিবি।


অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। পাশাপাশি দলে যোগ দিয়েছেন দুষ্মন্ত চামিরা, টিম ডেভিড।
ভারতের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই অ্যাডাম জাম্পার পরিবর্তে তাঁকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Share it