লর্ডসে ইংল্যান্ডকে ১৫১ রানে হারাল ভারত। এরফলে ১-০ সিরিজে এগিয়ে গেল বিরাট কোহলিরা। ২৭২ রান করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে মাত্র ১২০ রানে শেষ হয়ে যায় জো রুটের দল।
WHAT. A. WIN! 👏 👏
Brilliant from #TeamIndia as they beat England by 1⃣5⃣1⃣ runs at Lord's in the second #ENGvIND Test & take 1-0 lead in the series. 👍 👍
Scorecard 👉 https://t.co/KGM2YELLde pic.twitter.com/rTKZs3MC9f
— BCCI (@BCCI) August 16, 2021
সিরাজের বলে জেমস অ্যান্ডারসনের উইকেট ছিটকে যেতেই উল্লাসে মেতে পড়ল ভারত। প্রথম দুই ওভারে রোরি বার্নস ও ডম সিবলিকে হারিয়ে চাপে পড়ে যায় রুটরা। সেই অবস্থা থেকে আর বেরোতে পারেনি দল। রুট একা সর্বোচ্চ ৩৩ রান করেন। মহম্মদ সিরাজ একাই ৪ উইকেট নেন। ৩ উইকেট পান জসপ্রীত বুমরাহ। ঈশান্ত নেন ২ উইকেট। বাকি উইকেট মহম্মদ শামির দখলে।