Team India
Share it

লর্ডসে ইংল্যান্ডকে ১৫১ রানে হারাল ভারত। এরফলে ১-০ সিরিজে এগিয়ে গেল বিরাট কোহলিরা। ২৭২ রান করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে মাত্র ১২০ রানে শেষ হয়ে যায় জো রুটের দল।


সিরাজের বলে জেমস অ্যান্ডারসনের উইকেট ছিটকে যেতেই উল্লাসে মেতে পড়ল ভারত। প্রথম দুই ওভারে রোরি বার্নস ও ডম সিবলিকে হারিয়ে চাপে পড়ে যায় রুটরা। সেই অবস্থা থেকে আর বেরোতে পারেনি দল। রুট একা সর্বোচ্চ ৩৩ রান করেন। মহম্মদ সিরাজ একাই ৪ উইকেট নেন। ৩ উইকেট পান জসপ্রীত বুমরাহ। ঈশান্ত নেন ২ উইকেট। বাকি উইকেট মহম্মদ শামির দখলে। 

Share it