Share it

করোনা আবহেই ফুটবল ফিরছে বাংলায়। অক্টোবরের ৮ তারিখ থেকে শুরু হচ্ছে I League কোয়ালিফায়ার ম্যাচগুলি। AIFF লিগের CEO সুনন্দ ধর একথা জানিয়েছেন। তিনি জানান, কল্যাণী স্টেডিয়ামে কোয়ালিফায়ারের ম্যাচগুলি হবে।

I League এর কোয়ালিফায়ার রাউন্ডে ৫টি টিম অংশ নেবে। এদের মধ্যে লিগ টেবিলে শীর্ষ স্থানে থাকা দলই মূল I League-এ অংশ নিতে পারবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এই খেলাগুলি হবে বলে AIFF লিগের CEO সুনন্দ ধর জানিয়েছেন। এবার কোয়ালিফায়ারে যে ৫টি টিম অংশ নেবে সেগুলি হল, আরা এফসি, ভবানীপুর এফসি, গাড়ওয়াল এফসি, এফসি বেঙ্গালুরু ইউনাইটেড ও মহমেডান এসসি. প্রতিটি টিম একে অপরের বিরুদ্ধে খেলবে।

AIFF লিগের CEO সুনন্দ ধর বলেন, “এই I League কোয়ালিফায়ারের গুরুত্ব অপরিসীম। এই টুর্নামেন্টের জন্য বেশ কয়েকটি টিমের সামনে মূল পর্বে খেলার সুযোগ এসে যায়। দুর্ভাগ্যবশত করোনা অতিমারি কারণে শেষ মরসুমে দলগুলি প্রমোশন থেকে বঞ্চিত হয়েছে। ফলে এবছর দলগুলির সামনে সুবর্ণ সুযোগ রয়েছে।”

Share it