Share it

রূদ্ধশ্বাস ম্যাচে অবশেষে US Open খেতাব জিতে নিলেন ডমিনিক থিম। প্রথম দুই সেট হেরে পিছিয়ে পড়লেও ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভকে পরাস্ত করে দুরন্ত জয় ছিনিয়ে নিলেন অস্ট্রিয়ার ডমিনিক থিম ৷ খেলার ফল ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬ (৮/৬)।

 

রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ না থাকায় এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে যে নতুন চ্যাম্পিয়ন পাবে তা প্রত্যাশিতই ছিল। বিশ্বতালিকায় তিন নম্বরে থাকা ২৭ বছরের থিম প্রথম দুটি সেট হারিয়ে পিছিয়ে পড়েছিলেন। সেখান থেকেই দুরন্ত কামব্যাক করেন তিনি। ২০০৪ সালের ফরাসি ওপেনের পর এমন ঘটনা প্রথম ঘটল, যখন কোনও খেলোয়াড় দু সেট পিছিয়ে পড়েও অপ্রতিরোধ্যভাবে ম্যাচে ফিরে এসে খেতাব জিতে নিয়ে গেলেন।

Share it