অসুস্থ আশির দশকের কলকাতা ময়দান কাঁপানো ফুটবলার মজিদ বিসকর। হৃদরোগে আক্রান্ত হয়ে ইরানের খোরামশায়ারের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আশির দশকে কলাকাতা ময়দান ছাড়াও ফুটবল শিল্পীর পায়ের জাদুতে মাতোয়ারা ছিল গোটা দেশ।
প্রাক্তন ফুটবলারের ম্যানেজার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার ভোরে মজিদ বিসকর হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে চিকিৎসায় সাড়া না পাওয়া গেলেও ধীরে ধীরে সুস্থ হচ্ছেন প্রাক্তন ফুটবলার। জানিয়েছেন চিকিৎসকরা। আরও দুদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানানো হয়েছে। কুড়ি বছরেরও বেশি সময় আগে কলকাতাকে বিদায় জানিয়ে পাকাপাকিভাবে ইরানে বসবাস করতে শুরু করেছিলেন মজিদ। ২০১৯ সালের অগাস্টে ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপন উপলক্ষে এসেছিলেন এই শহরে।
আশির দশকে দুই ইরানি ফুটবলারের পায়ের জাদুদে মজেছিল তামাম ফুটবলপ্রেমী বাঙালি। জামশেদ নাসিরি ও মজিদ বিসকর। ৯ নম্বর জার্সি পরতেন জামশিদ। ১২ নম্বর জার্সি পরে মাঠে নামতেন মজিদ। বল পায়ে মজিদ মাঠে যেন আলপনা আঁকতেন। এক একটা ডজে ছিটকে পড়তেন বিপক্ষের ডিফেন্ডাররা। কীভাবে মজিদ ও জামশেদ জুটিকে আটকানো যাবে তার স্ট্র্যাটেজি ঠিক করতেই কালঘাম ছুটে যেত বিপক্ষের কোচের। একবছর আগে কলকাতায় এসে ভক্তদের ভালবাসার কথা বারবার জানিয়েছিলেন মজিদ। তাঁর আচমকা অসুস্থতার খবর পেয়ে মন খারাপ ফুটবলপ্রেমীদের। ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু হয়েছে দ্রুত ফুটবল শিল্পীর আরোগ্য কামনায়।