Share it

প্রত্যাশা অনুযায়ী প্রাক্তন লিভারপুল ফুটবলার রবি ফাউলারকেই হেড কোচ হিসেবে বেছে নিল ইস্টবেঙ্গল। শুক্রবার সরকারিভাবে হেড কোচের নাম ঘোষণা করেন শ্রী সিমেন্ট কর্ণধার হরিমোহন বাঙ্গুর। তিনি জানা ২ বছরের জন্য চুক্তি করা হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলারের সঙ্গে।

ফাউলারের সঙ্গে কোচিং স্টাফ হিসেবে থাকছেন ৭ জন বিদেশি কোচ। তাঁরাও যথেষ্ট আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন কোচিং স্টাফ। এইচএম বাঙ্গুর জানিয়েছেন, আপাতত ২ বছরের জন্য রবি ফাউলারকে কোচ করা হলেও পরে বাড়ানো হতে পারে চুক্তি। বিদেশি ফুটবলার নির্বাচনের দায়িত্ব থাকছে রবি ফাউলারের হাতেই। সোমবারের মধ্যেই বিদেশিদের নাম ঘোষণা করা হতে পারে।

৪৫ বছরের ফাউলার ২০১১-১২ মরসুমে তাইল্যান্ডের ক্লাব মুয়াংথং ইউনাইটেডের কোচ ছিলেন। গত মরসুমে অস্ট্রেলিয়ার এ লিগের দল ব্রিসবেন রোয়ারকে কোচিং করিছেন তিনি। এ বার ISL-এ ইস্টবেঙ্গলের রিমোট কন্ট্রোল থাকবে প্রাক্তন লিভারপুল ফুটবলারের হাতে। ব্রিসবেন রোয়ারের কোচ হিসেবে তিনি ২২টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচ জিতেছেন। ফুটবলার হিসেবে লিভারপুলের হয়ে ১৮৩টি গোল করেন ফাউলার। ইংল্যান্ডের জাতীয় দলের জার্সিতে ২৬টি ম্যাচে গোল করেছেন সাতটি।

Share it