মাত্র ৪৯ বছর বয়সে চলে গেলেন প্রাক্তন ফুটবলার কার্লটন চ্যাপম্যান। সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জাতীয় দলের এই প্রাক্তন ফুটবলারের। দেশের ও ক্লাব দলের হয়ে বহু ম্যাচে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি। দীর্ঘদিন খেলেছেন ইস্টবেঙ্গল, JCT ক্লাব দলের হয়ে।
১৯৯৩ সালে প্রথম বার ইস্টবেঙ্গলের হয়ে খেলেন। তারপর JCT-তে। তাঁর সময়ে JCT ১৪টি ট্রফি জিতেছিল। তার মধ্যে ১৯৯৬ সালে জাতীয় লিগও ছিল। লাল-হলুদের জার্সিতে ফের তাঁকে ১৯৯৮ সালে খেলতে দেখা যায়। ২০০১ সালে ইস্টবেঙ্গল জাতীয় লিগ জেতে। ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথম মরসুমেই চ্যাপম্যান ইরাকের ক্লাব আল জাওরার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। এশিয়ান কাপ উইনার্স কাপের সেই ম্যাচে ইস্টবেঙ্গল ৬-২ গোলে হারিয়েছিল আল জাওরাকে। ১৯৯১ থেকে ২০০১, টানা এক দশক তিনি জাতীয় ফুটবল দলের সদস্য ছিলেন। ২০০১ সালে চ্যাপম্যান জাতীয় দলের বুটজোড়া তুলে রাখেন।
এরপর I League দ্বিতীয় ডিভিশনের ক্লাব টাটা ফুটবল অ্যাকাডেমি হয়ে কোচের ভূমিকায় দেখা যায় তাঁকে। পরে আরও বেশ কয়েকটি ক্লাবে কোচিং করান নব্বই দশকের ফুটবল তারকা। প্রিয় বন্ধু ব্রুনো কুটিনহো তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। শোকের ছায়া নেমে এসেছে কলকাতা ময়দান জুড়ে।