raju hira Lorenco
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রত্যাশা মতোই এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন হীরা মণ্ডল। লেফ্ট ব্যাক হীরা মন্ডলের যোগদান সম্পর্কে আগেই নিশ্চিত ছিলেন সমর্থকরা। শুক্রবার অফিসিয়াল যোগদান সম্পন্ন হয়।


হীরা মন্ডলের পাশাপাশি আরও এক ডিফেন্ডার রাজু গায়কোয়াড়ও যোগ দিয়েছেন এসসি ইস্টবেঙ্গলে। আগের মরশুমেও লাল হলুদেই খেলেছিলেন রাজু গায়কোয়াড়। শুক্রবার অফিসিয়ালভাবে রাজু গায়কোয়াড়ের নাম ঘোষণা করা হয়। সেন্ট্রাল ব্যাক জয়নার লরেন্সোর সঙ্গে চুক্তি পাকা হওয়ার কথা ঘোষণা করা হয়েছে এদিন।


এদিকে এই মাসের শেষেই ভারতে আসতে পারেন টিম সহ হেড কোচ রবি ফাওলার। ইতিমধ্যেই ভারতীয় স্কোয়াড প্রায় তৈরি করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। মাত্র কয়েকজন বিদেশি নেওয়া একমাত্র বাকি রয়েছে ইস্টবেঙ্গলে। বিদেশি নির্বাচন পুরোপুরি নির্ভর করছে হেড কোচের হাতে। শোনা গেছে তিনি কয়েকজনের নাম ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্টকে দিয়েছেন। তাঁদের সঙ্গেই যোগাযোগ রাখছে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ।

ভারতে এসে সরাসরি গোয়ায় ইস্টবেঙ্গলের জন্য নির্ধারিত বেস ক্যাম্পে চলে যাবে ফাওলার ও তার টিম। গোয়ার ডন বস্ক ফতোর্দা মাঠটি এসসি ইস্টবেঙ্গলে অনুশীলনের জন্য ঠিক করা হয়েছে। তাই প্রাক মরশুম প্রস্তুতি ফাওলার সেখান থেকেই শুরু করে দেবেন বলে মনে করা হচ্ছে। কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ অনুশীলন শুরু করবেন ফাওলাররা।

Share it