নিউজ ওয়েভ ইন্ডিয়া: শেষ মুহূর্তে দল গঠনে নেমে একের পর এক তাত লাগাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্সের সেন্টার ফরওয়ার্ড শুভ ঘোষের লাল-হলুদে যোগ দেওয়া নিয়ে অনেক জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান হল। বৃহস্পতিবার ক্লাবের অফিসিয়াল সেশ্যাল মিডিয়ে পেজগুলিতে জানিয়ে দেওয়া হল শুভ ঘোষের সরকারিভাবে যোগদানের কথা। এই মরশুমের জন্য তাঁকে কেরালা ব্লাস্টার্সের থেকে লোনে নিয়েছে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ।
????? ????? is excited, and so are we!
?️I know how passionate the fans are about this club and what it means to them. Playing for SC East Bengal means a lot of responsibility and I am ready for the challenge.
স্বাগত শুভ! ???#SwagatoSubha #WeAreSCEB #HeroISL pic.twitter.com/OVndk4VDds
— SC East Bengal (@sc_eastbengal) September 2, 2021
ইস্টবেঙ্গলে সই করার পর শুভ ঘোষ বলেছেন, লাল-হলুদ একটা আবেগের নাম। এই ক্লাবের সমর্থকরা কতটা আবেগ প্রবণ সেটা আমি খুব ভালো করে জানি। তারা ফুটবল কতটা ভালোবাসে সেটা আমি জানি। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে আমার দায়িত্ব অনেকটা বেড়ে গেল। আশা করি সমর্থকদের প্রত্যাশা আমি পূরণ করতে পারব।
?DONE DEAL?
Left-back ??????? ????????? joins us from @FCGoaOfficial on a permanent transfer.
Welcome to the family, ??????????? ???. #WelcomeSarineo #JoyEastBengal #WeAreSCEB #HeroISL pic.twitter.com/aGZbAQzy5L
— SC East Bengal (@sc_eastbengal) September 2, 2021
শেষ বেলায় দল গঠনে নেমে এসসি ইস্টবেঙ্গলে ২১ জন ফুটবলারের সঙ্গে চুক্তি নিশ্চিত করে ট্রান্সফার উইন্ডো ৩১ অগাস্ট শেষ হওয়ার দিনই। এরপরেও ফ্রি ফুটবলারদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে বিনিয়োগকারীরা। এবারের দল গঠন নিয়ে খুশি সমর্থকদের একটা বড় অংশ। দল গঠনে অনেক ভাবনা চিন্তার ছাপ দেখতে পাচ্ছে প্রায় সকলেই। পাশাপাশি আজ অফিসিয়ালভাবে সেরিনিও ফার্নান্ডেজের সঙ্গেও চুক্তি পাকা করে ফেলে কর্তৃপক্ষ। সেই ঘোষণাও করা হয়েছে ক্লাবের সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টে।
গোলকিপার হিসেবে অরিন্দম ভট্টাচার্য শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের প্রথম পছন্দ থাকলেও এখনও পর্যন্ত তাঁর কাছ থেকে কোনও নিশ্চিত বার্তা পায়নি ক্লাব। শোনা গেছে তাকে পেতে মরিয়া লাল-হলুদ কর্তৃপক্ষ এক কোটি ৩০ লাখ টাকা পর্যন্ত অফার করেছে। কিন্তু অরিন্দম এখনও কোনও পাকা কথা দেননি। তাঁর কাছে এই মূহূর্তে আরও দুটি ক্লাবের প্রস্তাব রয়েছে। অরিন্দম এখনও সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করছেন।