National_Games
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ৩৬তম জাতীয় গেমসে অংশ নিতে গুজরাটের উদ্দেশে রওনা দিল রাজ্য অ্যাথলেটিক্স দল। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত গান্ধিনগরে অনুষ্ঠিত হবে অ্যাথলেটিক্স ইভেন্টগুলি। মোট ২৩ জন অ্যাথলিট ও তিন জন কর্মকর্তা এই দলের সঙ্গে গেছেন।

দলের ম্যানেজার হিসেবে রয়েছেন কমল শেঠ ও কোচেরা হলেন উজ্জ্বল দাস চৌধুরী ও মৃদুলা ঘোষ। তবে এই দলের সঙ্গে যেতে পারেননি মোহর মুখোপাধ্যায়, রাজশ্রী প্রসাদ ও দিব্যসুন্দর দাস। চোটের কারণেই এবার জাতীয় গেমসে অংশ নিতে পারছেন না তাঁরা।

Share it