নিউজ ওয়েভ ইন্ডিয়া: চোটের জন্য ফুটবল জীবন অসমাপ্ত রেখেই খেলা থেকে অবসর নিতে হয়েছিল তাঁকে। এবার কর্মজীবন থেকেও অবসরের দিন প্রায় দোরগোড়ায় উপস্থিত। তিনি বিশ্বজিৎ বিশ্বাস।
কলকাতা ময়দানে দীর্ঘ দিন পোর্ট ট্রাস্টের হয়ে খেলেছেন বিশ্বজিৎ বিশ্বাস। প্রস্তাব এসেছিল বড় ক্লাবগুলি থেকেও। কিন্তু, অভাবী সংসারের হাল ধরতে পোর্ট ট্রাস্টের চাকরি ছেড়ে বড় ক্লাবে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। জুনিয়র বাংলা দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। চোটের জন্য বছর দশেক খেলার পর জার্সি তুলে রেখে কোচিং করানোর সিদ্ধান্ত নেন। পোর্ট ট্রাস্টের গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করেন তিনি। এরপর টালিগঞ্জ অগ্রগামী ক্লাবের গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। শুধু ক্লাব ফুটবলে নয়, সন্তোষ ট্রফি রানার্স বাংলা দলের গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করেন তিনি। এবার তিনি এরিয়ান ক্লাবের গোলরক্ষক কোচের দায়িত্ব সামলাচ্ছেন বিশ্বজিৎ। ময়দানে তাঁর হাত ধরে বহু গোলরক্ষক পাদ প্রদীপের আলোয় আলোকিত হয়েছেন।
এবার কর্ম জীবন থেকে অবসর নেওয়ার পালা। ৩০ সেপ্টেম্বর পোর্ট ট্রাস্টের কর্মী জীবন থেকে অবসর নেবেন তিনি। তাই সোমবার খিদিরপুর হাইড রোডে নাচ ঘর মঞ্চে বিশ্বজিৎ বিশ্বাসকে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার সুব্রত ভট্টাচার্যর পাশাপাশি কৃষ্ণেন্দু রায়, অলোক মুখার্জি, কবীর বসু, ভাস্কর দাশগুপ্ত, তুষার রক্ষিত, রঘু নন্দী সহ বহু প্রাক্তন ফুটবলার। এছাড়া হাজির ছিলেন IFA-এর প্রাক্তন সচিব জয়দীপ মুখার্জি, বর্তমান সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল।
অবসর জীবন ভালো কাটুক, সুন্দর হয়ে উঠুক। শুভ কামনা রইল নিউজ ওয়েভ ইন্ডিয়ার তরফে।