স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে ৪১তম জুনিয়ার জাতীয় খো-খো প্রতিযোগিতা নিয়ে সাংবাদিক বৈঠক
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ২৬ শে ডিসেম্বর থেকে হুগলির বাঁশবেরিয়াতে অনুষ্ঠিত হতে চলেছে ৪১ তম জুনিয়র ন্যাশনাল খো-খো চ্যাম্পিয়নশিপ। উদ্যোক্তা খামারপাড়া শিশু সংঘ। পাঁচ দিন ধরে চলা এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত থাকবেন আরও অনেক বিশিষ্ট অতিথিরা। প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক খো-খো ফেডারেশন অফ ইন্ডিয়া, রাজ্য খো-খো অ্যাসোসিয়েশন এবং এইচডিকেকেএ। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সম্পূর্ণরূপে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্য ক্রীড়া দপ্তর এবং বাঁশবেড়িয়া মিউনিসিপালিটি।

এই টুর্নামেন্ট নিয়ে সংবাদ মাধ্যমগুলির কাছে সমস্ত রকম সহযোগিতা আহ্বান করেছেন রাজ্য খোখো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্যাণ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে তিনি বলেছেন, আমাদের দেশে ক্রিকেট বা ফুটবলের মতো প্রচার পায় না খো-খো খেলা। কিন্তু, এই প্রাচীন খেলার অনেক সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে।

৪১ তম জুনিয়র ন্যাশনাল খো-খো চ্যাম্পিয়নশীপের অন্যতম স্পনসর এম আই ই টি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর এবং টুর্নামেন্ট কমিটির সভাপতি রানা দেব জানালেন, বাঁশবেড়িয়ায় এই প্রতিযোগিতার আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত।

এলাকার ক্লাব সেক্রেটারি সঞ্জয়বাবু জানালেন, এত বড় প্রতিযোগিতার আয়োজন এর জন্য তাঁরা সম্পূর্ণভাবে প্রস্তুত। আয়োজকরা জানিয়েছেন উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান বরাবরের মতো এবারও খুব জাঁকজমকভাবে অনুষ্ঠিত করার ইচ্ছা রয়েছে তাঁদের। এ বিষয়ে প্রশাসন এবং সাধারণ মানুষ সকলের সহায়তা কামনা করেছেন তারা।

Share it