চলতি বছরের IPL-এর টাইটেল স্পনসরশিপের জন্য Dream 11-এর সঙ্গে ২২০ কোটি টাকার চুক্তি হয় বোর্ডের সঙ্গে।
নতুন স্পনসর Dream 11-এর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর আসন্ন IPL-এর জন্য নয়া লোগো প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন লোগো প্রকাশ করে নেটিজেনদের মন্তব্য জানতে চাওয়া হয়েছে। এরপরই ফ্র্যাঞ্চাইজি টিম মুম্বই ইন্ডিয়ান্সের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টেও নতুন লোগোর ছবি প্রকাশ করা হয়।
চলতি বছর IPL-এর টাইটেল স্পনসশিপ থেকে ভিভোর সরে যাওয়ার পর নতুন করে টেন্ডার ডাকে BCCI। সেখানেই পতঞ্জলী থেকে শুরু করে বেশ কয়েকটি সংস্থা তাদের বিড জমা দেয়। তাদের মধ্যে থেকেই ফ্যানটাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেনকে বেছে নেওয়া হয় গত মঙ্গলবার। চলতি বছরের IPL-এর টাইটেল স্পনসরশিপের জন্য ২২০ কোটি টাকার চুক্তি হয় বোর্ডের সঙ্গে। যদিও ড্রিম ইলেভেন চেয়েছিল আগামী ২ বছরও টাইটেল স্পনসরের ভূমিকায় থাকতে। রাজি হয়নি BCCI। আগামী বছরের জন্য নতুন করে বিডে অংশ নিতে হবে বলে জানিয়ে দেয় বোর্ড।
এদিকে IPL-এর ঢাকে কাঠি পড়ে গেছে। ইতিমধ্যেই আমিরশাহীর পথে রওনা হয়ে গেছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টিম। যাচ্ছে আরও বেশ কয়েকজন ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি কর্তা। ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে বসছে IPL-এর ১৩তম সংস্করণের আসর।