Share it

চিনা মোবাইল সংস্থা ভিভো সরে যাওয়ার দু’ সপ্তাহের মধ্যেই নতুন টাইটেল স্পনসর এসে গেল আইপিএল ২০২০-তে। বিসিসিআই জানিয়েছে, এ বারের আইপিএলের টাইটেল স্পনসর করবে ড্রিম ইলেভেন। তিন বছরের জন্য বোর্ডের সঙ্গে সংস্থাটির চুক্তি হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, প্রথম বছর বিসিসিআই-কে ২২২ কোটি টাকা দেবে সংস্থাটি। পরের দু’ বছর বোর্ডকে ২৪০ কোটি টাকা করে দেবে ড্রিম ইলেভেন।

২০২০ আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে ছিল বাইজু, আনঅ্যাকাডেমি, বাবা রামদেবের পতঞ্জলিও। কিন্তু সেই সব সংস্থাকে পিছনে ফেলে এ বারের মেগা টুর্নামেন্টের টাইটেল স্পনসর হয়ে গেল ফ্যানটাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন।

গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকেই দেশজুড়ে চিনা পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। তারই মধ্যে চিনা টাইটেল স্পনসরকে আইপিএল-এ রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় গভর্নিং কাউন্সিল। আইপিএল-এর টাইটেল স্পনসর হিসেবে ভিভো থেকে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় ফেটে পড়েন অনেকে। বোর্ডের উপরে বেজায় ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সংগঠনের তরফে আইপিএল বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয়। এমন পরিস্থিতিতে ভিভো সরে দাঁড়়ানোর সিদ্ধান্ত নেয় চলতি মাসের ৪ অগস্ট। ভিভো সরে যাওয়ার পর নতুন করে টেন্ডার ডাকে বোর্ড।

Share it