খেলার উপযুক্ত সুরক্ষিত পরিবেশ পেলেই শুরু করা যাবে দেশের ঘরোয়া ক্রিকেট মরসুম। BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি একথা জানিয়েছেন। তিনি বলেন, দেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলির প্রেসিডেন্ট ও সেক্রেটারিদের ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে একথা জানিয়ে দেওয়া হয়েছে। ক্রিকেটারদের স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে বোর্ড কোনওরকম আপোস করতে রাজি নয় বলেও বোর্ড প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। পরিস্থিতির ওপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন সৌরভ।
সাধারণত প্রতিবছর অগাস্টেই ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হয়। কিন্তু, এবছর করোনা পরিস্থিতির জন্য এখনও পর্যন্ত তারিখ নির্ধারণ করতে পারেনি বোর্ড। সৌরভ জানিয়েছেন, আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই করোনা পরিস্থিতির উন্নতি হবে। আর সেটা হলেই সুরক্ষিত পরিবেশে খেলা শুরু করা সম্ভব হবে। এখনও পর্যন্ত ঠিক হয়েছে সঈদ মুস্তার আলি T-20 টুর্নামেন্ট দিয়ে এবারের ঘরোয়া মরসুম শুরু হবে। আর সেটা হতে পারে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে।