নিউজ ওয়েভ ইন্ডিয়া: নিজস্ব সংবাদদাতা: ফেব্রুয়ারি মাস মূলত পালিত হয় পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছোবিড়াল সংরক্ষণের জন্য। এছাড়া ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হওয়ায় সারা মাস জুড়েই জলাভূমি, পরিবেশ ও রাজ্য প্রাণী মেছোবিড়াল সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।
গড়চুমুক চিড়িয়াখানা কর্তৃপক্ষ নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের সচেতন করতে চিড়িয়াখানায় পালন করল বিশ্ব জলাভূমি দিবস। বাগনান ২ নম্বর ব্লকের ছয়ানি গুজরাট নিউ সেট-আপ আপার প্রাইমারি স্কুলের প্রায় ৫০ জন ছাত্রছাত্রী এদিন গড়চুমুক চিড়িয়াখানা ভ্রমণে আসে। বিভিন্ন খাঁচায় থাকা প্রাণীদের বর্ণনা দিয়ে সচেতন করা হয় ওই পড়ুয়াদের। গড়চুমুক চিড়িয়াখানার ভারপ্রাপ্ত রেঞ্জার তাপস দেব ছাত্রছাত্রীদের বিভিন্ন গাছ, ফুল ও চিড়িয়াখানায় থাকা প্রাণীদের নিয়ে বক্তব্য রাখেন।
সমগ্র চিড়িয়াখানা ঘুরে ঘুরে ছাত্রছাত্রীদের জলাভূমি সংরক্ষণ, রাজ্য প্রাণী মেছোবিড়াল, সজারু, বনবিড়াল, সাপ, কাছিম ও পাখিদের সম্বন্ধে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক, সুমন্ত দাস ও পলাশ প্রধান।
ছাত্রছাত্রীরা প্রথমবারের মতো বাঘরোল, অজগর, সজারু ও অন্যান্য প্রাণী দেখে খুবই খুশি। রেঞ্জার তাপস দেব বলেন, “আমাদের এখানে প্রায় ৫০ ধরনের পশুপাখি রয়েছে। আগামীদিনে আরও নতুন কিছু প্রাণী আনার জন্য কথাবার্তা চলছে।”
বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন, “গড়চুমুক চিড়িয়াখানা কর্তৃপক্ষ যে জলাভূমি দিবস উদযাপন উপলক্ষে এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছে, এটাকে সাধুবাদ জানাই।”