নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিশ্বে করোনার তৃতীয় ঢেউ বিদায় নিয়েছে বেশ কিছুদিন আগেই। ভারতও তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করে সফল। বেশ কয়েকটি রাজ্যে পুরোপুরিভাবে তুলে নেওয়া হয়েছে করোনা সংক্রান্ত বিধিনিষেধ। এই অবস্থায় ফের আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO।
করোনা মহামারীর তৃতীয় বছরে ভাইরাসের মতিগতি নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছেন WHO প্রধান Tedros Adhanom Ghebreyesus। তিনি বলেছেন, “CoronaVirus নতুন রূপ নিয়ে হাজির হতে পারে। ওমিক্রনের থেকেও আরও ভয়াবহ এবং সংক্রামক-বিপজ্জনক ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়লে মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে।” করোনার নতুন ভ্য়ারিয়েন্টটি প্রথম জানুয়ারি মাসে ব্রিটেনে পাওয়া গেছে। তার কয়েকদিনের মধ্যে ৬০০ জনের শরীরে নতুন XE ভ্যারিয়্যান্টটি পাওয়া যায়। আর এতেই প্রমাদ গুনছে WHO। যদিও XE ভ্যারিয়্যান্ট নিয়ে আরও তথ্য জানার অবকাশ রয়েছে বলে জানিয়েছেন WHO প্রধান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট XE ১০ শতাংশ বেশি সংক্রামক অন্য ভ্যারিয়্যান্টগুলোর তুলনায়। এখনও পর্যন্ত করোনার সবথেকে সংক্রামক ভ্যারিয়্যান্ট হিসেবে সামনে এসেছে ওমিক্রনের BA.2 সাব ভ্যারিয়্যান্ট। গোটা বিশ্বে তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছিল এই ভ্যারিয়্যান্টের দৌলতে।
প্রসঙ্গত, দেশে ক্রমশ কমছে করোনা সংক্রমণ। যদিও IIT কানপুরের একদল গবেষক দাবি করেছেন জুন-জুলাই মাসে দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। ২২ জুনের মধ্যে দেশে চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।