নিউজ ওয়েভ ইন্ডিয়া: আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অশ্রাব্য ভাষায় গালি ও খুনের হুমকির অভিযোগ। অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সব মহলে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, উপাচার্যকে চেয়ারে বসিয়ে তাঁকে ঘিরে ধরে কয়েকজন ছাত্র সহ গিয়াসউদ্দিন অকথ্য গালিগালাজ করছে। সেই সেইসঙ্গে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলিকে ‘তুই’ সম্বোধনেও কথা বলতে শোনা গেছে গিয়াসউদ্দিনকে। ভিডিওটিতে দেখা যায় গিয়াসউদ্দিন বলছে, “না হলে দুটো গালে চড়িয়ে দেব। বাঁদর চড়ানো। আমার চড় প্রচুর লাগে। যে ক’টা তোর ছেলে আছে জিজ্ঞেস করবি।” ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ওয়েভ ইন্ডিয়া। TMCP-র প্রাক্তন ছাত্র নেতার এহেন তাণ্ডব ঘিরে তোলপাড়, সর্বস্তরে তীব্র নিন্দার ঝড়। এমনকী ছাত্র সংগঠনের তরফেও বিষয়টির নিন্দা করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ঘটনাটির নিন্দা করেছেন। তিনি বলেন, এটা সংগঠনের সংস্কৃতি নয়। ওই ছাত্রনেতাকে আগেই বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তোলাবাজি, ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি সহ একাধিক অভিযোগে কিছুদিন আগে বহিষ্কার করা হয় গিয়াসউদ্দিন মণ্ডল নামে ওই ছাত্রনেতাকে। বহিষ্কারের কয়েক দিনের মধ্যেই ৩ বহিরাগতকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন তিনি। Ph D. লিস্টে স্বজনপোষণের অভিযোগ তুলে ঘেরাও করেন উপাচার্যকে। শুরু হয় তাণ্ডব, অকথ্য ভাষায় গালাগালি, হুমকি।
এদিকে উপাচার্য মহম্মদ আলির অভিযোগ, ঘটনাটির সময় পুলিশকে ফোন করা হলেও প্রশাসনের তরফে কোনওরকম সহযোগিতা পাওয়া যায়নি। তাঁর ফোন নিয়ে ভেঙে দেওয়ারও হুমকি দিয়েছে ওই ছাত্রনেতা। এরপরেই তীব্র মানসিক আঘাতের জেরে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও প্রাথমিক শুশ্রুষার পর তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।