নিউজ ওয়েভ ইন্ডিয়া: দীর্ঘ দু’বছর পর রাজ্যে কোভিড সংক্রান্ত বিধিনিষেধের অবসান হল। বৃহস্পতিবার এক নির্দেশিকায় গভীর রাত থেকে কোভিড সংক্রান্ত নিয়ম শিথিল করার কথা ঘোষণা করেছে নবান্ন। এই নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যে সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী। সেই কারণেই নৈশ কার্ফু তুলে নেওয়া হচ্ছে রাত ১২টার পর থেকে।
তবে নৈশ কার্ফু উঠে গেলেও, জনসাধারণকে মাস্ক পরা, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফে নির্দেশিকায়। শুধু তাই নয়, বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিকেও আগের মতোই কোভিডবিধি মেনে কাজ করার নির্দেশ দিয়েছে নবান্ন।
এর আগে শেষবার ১৫ মার্চ নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। তাতে করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছিল নবান্ন। ওই নির্দেশিকায় করোনা সংক্রমণ রুখতে বিপর্যয় মোকাবিলা আইন মেনে নৈশ কার্ফু-সহ কয়েকটি বিধিনিষেধ জারি করেছিল নবান্ন। বৃহস্পতিবার নতুন নির্দেশিকায় সব বিধিনিষেধই তুলে নেওয়া হল। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্যের চিকিৎসক মহল। তবে জনসাধারণকে সচেতন ও সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তাঁরা।