afghan women
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: তালিবান মন্ত্রিসভায় মহিলাদের কোনও স্থান নেই। ফের একথা স্পষ্ট করে দিলেন তালিবান মুখপাত্র সঈদ জেকরুল্লাহ হাশিমি। তিনি পরিষ্কার জানিয়ে দেন, মহিলাদের মন্ত্রিত্বের থেকে বাচ্চার জন্ম দেওয়ায় বেশি মনোসংযোগ করা উচিত। তাতেই তাদের মঙ্গল।


কাবুলে পাকিস্তান ও তালিবান বিরোধী মিছিলে মহিলারা অগ্রণী ভূমিকা পালন করায় ক্ষুব্ধ তালিবান নেতৃত্ব। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেহাদি গোষ্ঠীর মুখপাত্র সঈদ জেকরুল্লাহ হাশিমি বলেন, মহিলাদের মন্ত্রিত্ব মানে কোনও অসম্ভব কিছু তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া। যেটা তাদের বহন করতে পারার ক্ষমতা নেই। মাত্র কয়েকজন প্রতিবাদী মহিলা পুরো আফগানিস্তানের মহিলাদের দায়িত্ব নিতে পারে না।

Share it