নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিপ্লব দেব সরকারকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে আরও একবার ত্রিপুরা সফরে যাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যে ১৫ সেপ্টেম্বর আগরতলার বিশাল পদযাত্রা করবেন তিনি। তারই জোর প্রস্তুতি চলছে ত্রিপুরার তৃণমূল নেতৃত্বের তরফে।
ঠিক ছিল, ৩ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যাবেন। কিন্তু সেই সফর পিছিয়ে যায়। ৬ সেপ্টেম্বর দিল্লিতে ইডি (ED) তলবের হাজিরা দেওয়ার জন্য ত্রিপুরা সফর অভিষেক নিজেই পিছিয়ে দেন বলে সূত্রের খবর। ওইদিন তিনি দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দিয়ে তদন্তে সহযোগিতা করেন তিনি। আপাতত দিল্লির কাজ শেষ। তাই ফের মনোসংযোগ করেছেন ত্রিপুরায় দলীয় সংগঠনের দিকে।
এই মুহূর্তে ১৫ দিন ধরে টানা আগরতলায় রয়েছেন কংগ্রেস থেকে তৃণমূলে আসা উত্তরপূর্বের জনপ্রিয় নেত্রী সুস্মিতা দেব। সেখানকার সংগঠনকে চাঙ্গা করার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। দলীয় সূত্রে খবর, ১৫ তারিখ অভিষেকের নেতৃত্বে দুপুর ২টো থেকে পদযাত্রা শুরু হবে। সেখানে বিশাল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। মিছিলে থাকতে পারেন শিল্পী, সংস্কৃতি, ক্রীড়া মহলের ব্যক্তিত্বরাও। ওইদিন সেখানকার বেশ কয়েকজন নেতার তৃণমূলে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে।
সূত্রের আরও খবর, ১৫ তারিখ অভিষেকের পদযাত্রার দিনই আবার ত্রিপুরায় বাম যুব সংগঠন DYFI-এর রাজভবন অভিযানের কর্মসূচি রয়েছে। ফলে ওইদিন দুই পৃথক রাজনৈতিক দলের জোড়া কর্মসূচি ঘিরে আগরতলা তপ্ত হওয়ার আশঙ্কা করছে পুলিশ মহল।