নিউজ ওয়েভ ইন্ডিয়া: ম্যাঞ্চেস্টারে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ঘিরে অনিশ্চিয়তার বাতাবরণ তৈরি হয়েছে। আরও এক ভারতীয় সদস্যের Covid পজিটিভ ধরা পড়েছে। ফলে গোটা টিমের সদস্যরাই বৃহস্পতিবার বিকেল অনুশীলনে নামেননি। সবাইকে নিজের নিজের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার শুরু হচ্ছে টেস্ট। এরমধ্যে বুধবারই ভারতীয় দলের জুনিয়র ফিজিও যোগেশ পারমারের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকে হোটেলেই আইসোলেশনে রাখা হয়েছে। এই প্রেক্ষিতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, ‘আমি জানি না কাল টেস্ট শুরু হবে কি না’।
প্রসঙ্গত, দিন চারেক আগেই দলের হেড কোচ রবি শাস্ত্রীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। পজিটিভ আসে আরও তিন কোচিং স্টাফের। ১৪ দিনের জন্য আইসোলেশনে পাঠানো হয় সার্পোট টিমের গুরুত্বপূর্ণ সদস্য বোলিং কোচ, ফিল্ডিং কোচ সহ ফিজিওথেরাপিস্টকেও।