Kolkata the 42
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ভোরের হিমেল সমীরণে তিলোত্তমায় শীতের পদধ্বনী। হাল্কা কুয়াশায় মাখা বাতাসে শীত শীত ভাব। একধাক্কায় অনেকটাই নীচে বঙ্গে রাতের তাপমাত্রার পারদ। ভোরের হিমেল হাওয়া থেকে বাঁচতে ইতিমধ্যেই প্রাতঃভ্রমণকারীদের মাথায় উঠেছে স্কার্ফ বা কানঢাকা টুপি। আলমারি থেকে বেরনোর অপেক্ষায় সোয়েটার, মাঙ্কি টুপি, মাফলারের মতো শীতপোশাকগুলি। অপেক্ষা শুধু আর একটু পারদ পতনের।

উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে বঙ্গে। সকলের মনে এখন একটাই প্রশ্ন, রাজ্যে কবে থেকে জমিয়ে পড়বে শীত। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীত শীত ভাব অনুভূত হলেও রাজ্যে এখনই পাকাপাকিভাবে শীত পড়ছে না। পুরোদস্তুর শীত আসতে এখনও আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে কালীপুজোর রাতের তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে বলে পূর্বাভাস। দীপাবলির সময়ে থাকবে শীত শীত ভাব।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চারদিন রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশামাখা ভোরে থাকবে শীতের আমেজ। তবে বেলা বাড়লে তাপমাত্রাও বাড়বে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ।

উত্তরবঙ্গে সোম ও মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পঙে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিন উত্তরের বাকি জেলায় মোটের উপর শুষ্ক আবহাওয়াই থাকবে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদার আবহাওয়া আরামদায়ক থাকবে।

Share it