WB By Poll
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মোটের ওপর শান্তিপূর্ণভাবেই শেষ হল রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। এই নির্বাচনে বিধানসভা ভোটের মতো উত্তেজনা না থাকলেও তিন কেন্দ্রেই শাসকদল তৃণমূলের সঙ্গে প্রধান বিরোধী দল বিজেপির টক্কর জারি রইল। একমাত্র দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় কোনও উত্তেজনাই চোখে পড়েনি। প্রাথমিকভাবে অবশ্য কয়েকটি জায়গায় EVM নিয়ে সমস্যা ছিল। তাতে অবশ্য ভোটদান থেমে থাকেনি।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সব চেয়ে বেশি ভোট পড়েছে শান্তিপুরে। বিকাল পাঁচটা পর্যন্ত ভোট দানের হার ৭৬.১৪ শতাংশ। বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে জিতেছিল BJP। বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর পাওয়া গেছে শান্তিপুরে। এরপরেই দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ভোট পড়েছে ৭৫.৯১ শতাংশ। গোসাবা তৃণমূলের জেতা আসন। তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্করের মৃত্যুতে ওই কেন্দ্রে উপ নির্বাচন হয়েছে।

বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর পাওয়া গেছে কোচবিহারের দিনহাটা কেন্দ্রেও। ওই কেন্দ্রে ভোট দানের হার ৬৯.৯৭ শতাংশ। দিনহাটায় মাত্র ৫৭ ভোটে জয়ী হয়েছিলেন BJP প্রার্থী নিশীথ প্রামাণিক। হারিয়েছিলেন তৃণমূলের উদয়ন গুহকে। এবারেও তৃণমূল প্রার্থী তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কেন্দ্রে এবার জোড়াফুল ফুটবে বলে আশাবাদী তৃণমূল।

সবচেয়ে কম মাত্র ৬৩.৯০ শতাংশ ভোট পড়েছে খড়দহে। ওই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী কাজল সিংহ। তাঁর মৃত্যুতে ফের ভোট হল ওই কেন্দ্রে। শনিবার কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। উপ নির্বাচনের ফল ঘোষণা হবে ২ নভেম্বর।

Share it