Lockdown
Share it

করোনার সঙ্গে যুঝতে শেষ পর্যন্ত ‘লকডাউন’ অস্ত্রেরই প্রয়োগ করতে বাধ্য হল রাজ্য সরকার। এই পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। সামগ্রিক লক়ডাউন না করে আংশিক লকডাউনের পন্থা নিল সরকার। আর্থিক ক্ষতি এড়িয়ে যাতে বিধিনিষেধ জারি করেই সংক্রমণে রাশ টানা যায়, সেই লক্ষ্যেই এগোচ্ছে নবান্ন। একবার দেখে নেওয়া যাক কোন কোন পরিষেবা চালু এবং কোন কোন পরিষেবা।

  1. নির্দিষ্ট সময়সীমার মধ্যে খোলা যাবে বাজার। বাজার খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা। বিকেলেও ৩ টে থেকে ৫টা দুই ঘণ্টা বাজার খোলা যাবে।
  2. অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে সমস্ত রেস্তোরাঁ-বার।
  3. এই পর্বে আরও একবার বন্ধ থাকবে সিনেমাহল। আরও একবার বন্ধ থাকবে রাজ্যের সব শপিং মল।
  4. এই পর্বে সুইমিং পুল বন্ধ থাকবে, সব জিম বন্ধ থাকবে।
  5. নিষিদ্ধ করা হচ্ছে সামাজিক অনুষ্ঠানে জমায়েত।
  6. এই নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সব মুদি দোকান, ওষুধের দোকান খোলা থাকবে। বিধিনিষেধের বাইরে রাখা হচ্ছে এই পরিষেবা। হোম ডেলিভারি এবং অনলাইন পরিষেবায় অনুমোদন রয়েছে।

অনেকের মতে, ভোট মিটতেই যে ভাবে কড়া পদক্ষেপ করা হল, তাতে ২ মে ফলাফলের পর রাজ্য আরও বেশি কড়াকড়ি আরোপ করবে। প্রয়োজন হলে সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য নাইট কার্ফুও জারি করা হতে পারে।

Share it