Covid Vaccine
Share it

দেশজুড়ে আজ থেকেই ১৮-৪৪ বছর বয়সীদের কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। যদিও শুরুর আগেই বড়সড় প্রশ্নচিহ্নের মুখে কেন্দ্রের নীতি। দেশের মাত্র ছটি রাজ্য এই সুবিধে আপাতত চালু করছে মোদী সরকার। কারণ, ভ্যাকসিনের হাহাকার।


দিল্লি, কর্নাটক, গোয়া, মধ্যপ্রদেশ, পঞ্জাব, অন্ধ্র্রপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, টিকার অভাবে এখনই শুরু করা যাচ্ছে না এই অভিযান। ভ্যাকসিনের পর্যাপ্ত জোগানের অভাব নিয়ে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অসম, তেলেঙ্গানা, ছত্তীশগড়ের মতো রাজ্যগুলি জানিয়ে দিয়েছে, শনিবার থেকে গণটিকাকরণ সম্ভব নয়।


মহারাষ্ট্র ও গুজরাটে শনিবার থেকে তৃতীয় পর্বের টিকাকরণের কথা ঘোষণা করেছে। আপাতত গুজরাটের ১০টি জেলায় এই অভিযান শুরু হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন যে, রাজ্যের হাতে ৩ লক্ষ ডোজ রয়েছে। ফলে হাতে যা টিকা আছে তাই দিয়েই ১৮ ঊর্ধ্বদের জন্য টিকাকরণ অভিযান শনিবার থেকেই শুরু হবে।


দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই কর্মসূচি শুরু করতে যে পরিমাণ ভ্যাকসিন দরকার তা তার সরকারের হাতে মজুত নেই। তবে তাঁর আশা, দুদিনের মধ্যেই তিন লক্ষ ভ্যাকসিন এসে যাবে দিল্লিতে। তারপর থেকে গণটিকাকরণের কাজ শুরু করা যাবে।


রাজস্থানে ১৮-৪৪ বছরের জন্য টিকাকরণ চালু হয়েছে মাত্র তিনটি জেলায়। আজমেঢ়, জয়পুর, যোধপুরের বাসিন্দারাই টিকা পাচ্ছেন। বিক্ষিপ্ত ভাবে টিকাকরণ শুরু করেছে ওড়িশাও।


প্রসঙ্গত, শুক্রবারই টিকার যোগান বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। মোদি সরকারকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত টিকার দামে কেন্দ্র ও রাজ্যে বৈষম্য নিয়েও জানতে চায়। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছে, রাজ্যগুলির কাছে এখন এক কোটি টিকার ডোজ রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও ২০ লক্ষ ডোজ তারা পাবে। কেন্দ্রের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ১৬১.৬ মিলিয়ন টিকা ডোজ নিখরচায় পাঠানো হয়েছে।

Share it