উদ্ধার হওয়া বেআইনি অস্ত্র
Share it

উত্তর ২৪ পরগনার জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ভবাগাছি গ্রামে অবৈধ অস্ত্র কারখানার হদিস মিলল। বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের বিশেষ তদন্তকারী দল এবং নৈহাটি থানার পুলিশ যৌথ হানা দিয়ে ভবাগাছি গ্রামের ওই অস্ত্র কারখানা থেকে হাতেনাতে অস্ত্র তৈরিতে জড়িত দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে।


পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম এহসান আলি এবং জামাই কবিরাজ। এদের মধ্যে এহেসান আলি ওই অস্ত্র কারখানার মালিক বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ২০ রাউন্ড গুলি, দুটি প্রস্তুত করা আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু আংশিক তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও অস্ত্র তৈরির অসংখ্য সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ।

বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশকর্তা DCP নর্থ অমর নাথ এই প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় নৈহাটি থানায় সাংবাদিক বৈঠক করে বলেন, “নির্বাচনের মুখে আমাদের স্পেশাল তল্লাশি অভিযান চলছে। নির্বাচন প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ করাই আমাদের লক্ষ্য। তবে এই এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ পাওয়া যায়নি। যদিও কী কারণে অবৈধ অস্ত্র কারখানায় অস্ত্র তৈরির কাজ চলছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই অস্ত্র কারখানায় তৈরি অস্ত্র কোথায় সরবরাহ করা হত, কারা কিনত, সবই জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা।”

Share it