মমতা-শুভেন্দু
Share it

রাজ্যে ভোটে জিততে টাকা ছড়াচ্ছে BJP। নন্দীগ্রামে শেষদিনের প্রচারে বিস্ফোরক তৃণমূল নেত্রী। সোনাচূড়ায় রোড শো শেষে একটি জনসভায় এই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকে তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনীর গাড়ি থেকে টাকা বিলি করা হচ্ছে। হোটেলে বসেও BJP নেতারা টাকা বিলি করছেন। নির্বাচন কমিশনকে বারবার বলেও কোনও লাভ হচ্ছে না।”


১ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে ভোটে নামছে নন্দীগ্রাম। তার আগে মঙ্গলবারই প্রচারের শেষ দিন। সোনাচূড়ায় যখন জনসভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন নন্দীগ্রামে প্রচারে ঝড় তুলতে হাজির হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। BJP প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে নামেন তিনি।


ভাঙাবেড়ায় নাম না করে শুভেন্দু অধিকারীর দিকে ফের তোপ দেগে মমতা বলেন, “হাজার হাজার কোটি টাকা খেয়েছে বেইমান, গদ্দার। এখন টাকা দিচ্ছে। কাউকে দুশো টাকা, কাউকে ৫০০টাকা দিচ্ছে। টাকা দিলে খেয়ে নেবেন। আর ভোট দেওয়ার সময় বিজেপিকে রাজনৈতিকভাবে কবর দেবেন।”


এ দিন নন্দীগ্রামে শেষ দফার প্রচারে একই সময়ে রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ৷ নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে ভাঙাবেড়া থেকে সোনাচূড়া পর্যন্ত হুইলচেয়ারে বসেই মিছিলে রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে উদ্দেশ্য করে এদিন নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতেও দেখা যায়। মঙ্গলবার সকালে রেয়াপাড়া থেকে নন্দীগ্রামের উদ্দেশে রওনা দেন তিনি। তখনই তাঁর গাড়ি ও কনভয় ঘিরে BJP কর্মী, সমর্থকরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেন বলে জানা গিয়েছে। মহম্মদবাজার, সোনাচূড়াতেও ধ্বনি দেয় BJP কর্মী সমর্থকরা।


পরে সোনাচূড়ার জনসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, “ঠান্ডা ঠান্ডা কুল কুল। মাথা ঠান্ডা রাখুন, কোনও প্ররোচনায় পা দেবেন না। থাকবেন আপনারাই, আর আপনাদের দেখতে থাকবে রাজ্য পুলিশ। ভিনরাজ্যের পুলিশ অত্যাচার করছে। ভোট শেষে ভিনরাজ্যের পুলিশ থাকবে না। আর পান্ডাদের কী ভাবে বের করে দিতে হয় তা বাংলার মানুষ ভাল ভাবেই জানে।”


নন্দীগ্রামের ২ নম্বর ব্লকে ভেটুরিয়া থেকে রেয়াপাড়া পর্যন্ত শুভেন্দু অধিকারীকে নিয়ে রোড শো করেন অমিত শাহ৷ রোড শো শেষ হওয়ার পর রেয়াপাড়া শিবমন্দিরে পুজো দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী। এরপর একটি সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেখানে অমিত শাহ বলেন, “রোড শোয়ে দারুণ সাড়া মিলেছে। তাই এখনই বলা যায় বিরাট ব্যবধানে নন্দীগ্রামে জিতবে শুভেন্দু।” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মহিলারা সুরক্ষিত নন। এখানে ধর্ষণ-নির্যাতনের ঘটনা প্রায়ই শোনা যাচ্ছে।”


অপরদিকে সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন বর্ষীয়ান বাম নেতা বিমান বসু।

Share it