নিউজ ওয়েভ ইন্ডিয়া: পশ্চিমী ঝঞ্ঝার জেরে বুধবারও কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বৃষ্টি চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। রাজ্যের সর্বত্রই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, যা পরিস্থিতি তাতে বুধবার ভালোই বৃষ্টি হবে। মঙ্গলবার সকালে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আকাশ মেঘে ঢাকা থাকলেও কলকাতায় ভালো ছিল আবহাওয়া। তবে দুপুর গড়িয়ে বিকেল পড়তেই মেঘে ঢেকে যায় আকাশ। সন্ধ্য়ায় বৃষ্টি নামে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলায়। বেশিরভাগ জায়গাতেই মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হয়েছে।
আবহাওয়াবিদরা ধারণা, এই পর্বে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টি বেশি হলে আলু সহ বিভিন্ন সব্জি, রবিশস্যের ক্ষতির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মালদহ, জলপাইগুড়ি প্রভৃতি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।