নিউজ ওয়েভ ইন্ডিয়া: কলকাতা পুর নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট। ভোট হবে ১৪৪টি ওয়ার্ডে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৪ ডিসেম্বরের মধ্যে। তবে কলকাতার পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেও হাওড়ায় ভোটের ঘোষণা এখনও করা হয়নি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট গণনা ২২ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। এজন্য আজ থেকেই লাগু হচ্ছে আদর্শ আচরণবিধি। বৃহস্পতিবার দুপুরে পুরভোট নিয়ে সাংবাদিক বৈঠক হতে পারে। সেখানে ভোট সংক্রান্ত আরও বিস্তারিত ঘোষণা হতে পারে।