নিউজ ওয়েভ ইন্ডিয়া: আগামী বছর এপ্রিল মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’’প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন।” সেইসঙ্গে মমতা বলেন, “রাজ্যের উন্নতি হলেই কেন্দ্রের উন্নতি হবে। রাজনৈতিক সম্পর্ক ও উন্নয়ন সম্পর্ক এক নয়।”
মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। সেখানে ত্রিপুরার পুরভোটের আগের পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান মমতা। তাঁর কথা, “সায়নীর মতো জনপ্রিয় শিল্পীকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয় নিয়েও কথা হয়েছে।”
মুখ্যমন্ত্রী আরও জানান, “রাজ্যের দাবিদাওয়া নিয়েও কথা হয়েছে। মমতা বলেন, “আমফান সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পুনর্গঠন সহ বিভিন্ন খাতে প্রায় ৯৬ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পায় রাজ্য।” এছাড়াও BSF-এর কাজের এক্তিয়ার বৃদ্ধি নিয়েও প্রধানমন্ত্রীকে আপত্তির কথা জানানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি করোনা টিকাকরণে জন্য আরও টিকা পাঠানোর কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।