নিউজ ওয়েভ ইন্ডিয়া: চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতীয় নৌসেনা (Indian Navy)-এ অন্তর্ভুক্ত হল আরও এক সাবমেরিন। স্করপেন গোত্রীয় সাবমেরিন INS Vela অন্তর্ভুক্ত হয়েছে নৌবাহিনীতে। মাজগাঁও শিপবিল্ডার্স লিমিটেড নির্মিত এই রণতরী ভারতের স্করপেন গোত্রের চতুর্থ সাবমেরিন। ভারত ও ফ্রান্সের যৌথ অংশীদারিত্বে এটি নির্মিত হয়েছে।
INS Vela-এর বিশেষত্ব হল, এই সাবমেরিনে রয়েছে C303 অ্যান্টি টর্পেডো কাউন্টারমেসার সিস্টেম। একসঙ্গে ১৮টি টর্পেডো বহনে সক্ষম এই সাবমেরিনে রয়েছে জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র। এই যুদ্ধজাহাজে ৮ জন নৌসেনা অফিসার ও ৩৫ জন সেনা থাকতে পারবেন।
INS Vela has the ability to undertake an entire spectrum of submarine operations. Given today's dynamic& complex security situation,its capability & firepower will play a crucial role in enhancing Navy's ability to protect India's maritime interests: Navy Chief Adm Karambir Singh pic.twitter.com/QKSazcb4Z0
— ANI (@ANI) November 25, 2021
বৃহস্পতিবার নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং এই সাবমেরিনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুম্বই সেনাবন্দরে উপস্থিত ছিলেন। এদিন নৌসেনা প্রধান বলেন, “চিন ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা নিয়ে সমঝোতার বিষয়টির দিকে আমরা লক্ষ্য রেখেছি।” অর্থাৎ তাঁর কথা থেকে পরিষ্কার, প্রতিরক্ষা ক্ষেত্রে চিন ও পাকিস্তানকে বেশি খবরদারারি করতে দিতে নারাজ ভারতীয় নৌসেনা। জলপথে তৈরি হওয়া যে কোনও ষড়যন্ত্রকে ব্যর্থ করতে ভারত যে তৎপর, তাও স্পষ্ট নৌসেনা প্রধানের বক্তব্যে।