নিউজ ওয়েভ ইন্ডিয়া: মদ্যপায়ীদের অনুপ্রেরণা হয়ে দেখা দিলেন নতুন অবতাররূপে। প্রবল ভূমিকম্পেও আগেভাগে সামলালেন টেবিলে রাখা কয়েক ডজন মদের বোতল। দু’হাত এবং বুক দিয়ে অক্ষত রাখলেন ঠকঠক করে কাঁপতে থাকা বোতলগুলি। এদিকে পায়ের তলায় মেঝে কাঁপছে থরথর করে। যদিও সেদিকে ভ্রূক্ষেপ নেই ওই ব্যক্তির। ভাবখানা এমন যে, ‘যায় যদি যাক প্রাণ, দেব না বোতলের বলিদান’
He will claim hero of the year 2021😆😆#earthquake pic.twitter.com/HZzjCQWzWH
— amaira khan (@amairak88867642) November 8, 2021
সোমবার ভোররাতে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে ৪.৩ তীব্রতার এই ভূমিকম্পে বড়ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া না গেলেও ভাইরাল হয়েছে এই ভিডিওটি। যদিও ওই মদ্যপ্রেমী ব্যক্তির পরিচয় জানা যায়নি।