Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া : থানার ঢিল ছোঁড়া দূরত্ব থেকে বৃদ্ধর ব্যাগ ছিনতাইয়ের (Snatching) ঘটনায় চাঞ্চল্য ছড়াল শান্তিনিকেতনে। মেরে রক্তাক্ত করা হয়েছে ওই বৃদ্ধকে। ওই ব্যাগে ১৫ হাজার টাকা ছিল বলে বৃদ্ধের দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শান্তিনিকেতন মানেই ভিভিআইপি এলাকা। এলাকার নিরাপত্তার স্বার্থে বোলপুর থেকে শান্তিনিকেতন থানাকে (Shantiniketan Police Station) আলাদা করা হয়েছে অনেক আগেই। কিন্তু তাতেও অপরাধ কমেনি। তাই তো সোমবার সকালের দিকে শান্তিনিকেতন থানার ঢিল ছোঁড়া দূরত্বে ছিনতাইয়ের ঘটনা ঘটল। পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বরের বাসিন্দা শ্য়ামাপদ হালদার শান্তিনিকেতনের পূর্বপল্লিতে তাঁর আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সে সময় শান্তিনিকেতন থানার কাছেই একটি মোটরবাইকে দুই যুবক তাঁর পথ আটকায়।

তাঁকে ভাগ্নের বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তোলে। এরপর কিছুর দূরে গিয়ে বৃদ্ধ চিৎকার করতে থাকায় মোটরবাইকের পিছনে বসা যুবক বৃদ্ধের হাতে থাকা ব্যাগ ছিনতাই করে তাঁকে নামিয়ে পালিয়ে যায়। প্রথমদিকে ব্যাগ ছাড়তে না চাওয়ায় বৃদ্ধকে মারধর করে দুই যুবক ব্যাগ ছিনিয়ে নেয়।

শ্য়ামাপদবাবু বলেন, “পূর্ব পল্লিতে ভাগ্নের বাড়ি। সেখানে যাচ্ছিলাম। রাস্তায় দুই মোটর বাইক আরহী আমাকে ভাগ্নের বাড়িতে ছেড়ে দেওয়ার নাম করে বাইকে তোলে। কিন্তু তারা ভুল রাস্তায় আমাকে নিয়ে যাচ্ছিল। আমি শান্তিনিকেতন থানার কাছেই তাদের নামিয়ে দিতে বললে ওরা মাকে মেরে মুখ ফাটিয়ে দেয়। এরপর জোর করে আমার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ১০-১৫ হাজার টাকা ছিল।”

ওই বৃদ্ধ শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করলেও এখন দুষ্কৃতীদের হদিশ করতে পারেনি।

Share it