Kolkata the 42
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রবিবার রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। উত্তরে হাওয়ার দাপট ক্রমশ বাড়ছে। শুধু কলকাতাই নয় দক্ষিণের জেলাগুলিতেও তাপমাত্রা ক্রমশ কমছে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে আর খুব বেশি দেরি নেই।

আবহাওয়া দপ্তর এর মতে, বাতাসে জলীয় বাষ্প কম থাকার জন্যই রাজ্যে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে না। তার ফলে দ্রুত পতন ঘটছে আর কিছুদিনের মধ্যেই শীতের আমেজ পুরোপুরি পাওয়া যাবে বলেই আশাবাদী আবহাওয়াবিদরা। শনিবারের তুলনায় রবিবার তাপমাত্রা আরও কিছুটা কমেছে।

রবিবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3° কম ছিল। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমেছে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা দ্রুত নামছে। উত্তরবঙ্গেও আগামী কিছুদিন শুষ্ক আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।

Share it