Vagatable market at door step
Share it

এবার দুয়ারে পৌঁছে দেওয়া হল বিনামূল্যে সবজি বাজার। এই অভিনব উদ্যোগ নিয়েছিল রামপুরহাট মমতাময় মানবিক স্টল। একই সঙ্গে সংস্থার অফিসের সামনে দুই শতাধিক মানুষ বিনামূল্যে সবজি বাজার করে বাড়ি ফেরেন।
হাতে তুলে দেওয়া হচ্ছে ব্যাগ ভর্তি সবজি
লকডাউনের ফলে বহু মানুষের বাড়িতে উনুন জ্বলে না। অগ্নিমূল্য বাজারে সবজি কিনতে পারছেন না অনেকেই। এমনই দুই শতাধিক মানুষকে বেছে নিয়ে বিনামূল্যে ব্যাগ ভর্তি সবজি দেওয়া হল। বাজারে ছিল আলু, পটল, ভেন্ডি, টমেটো, কুমড়ো, ঝিঙে ও পুঁই শাক। রবিবার সাত সকালে রামপুরহাট পাঁচমাথা মোরে বাজার বসানো হয়। ক্রেতাদের আগেই চিহ্নিত করে কুপন দেওয়া হয়। সেই মতো সামাজিক দুরত্ববিধি বজায় রেখে ধীরে ধীরে সকলে বাজার করেন। যাঁরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সবজি পৌঁছে দেওয়া হয়।

মমতাময় মানবিক স্টলের কর্ণধার আব্দুর রেকিব বলেন, “এর আগেও আমরা বিনামূল্যে সবজি বাজার বসিয়েছিলাম। সে সময় মানুষের দুরবস্থা লক্ষ্য করেছিলাম। তাই ফের সবজি বাজার বসিয়েছিলাম। বাজারে দুই শতাধিক মানুষকে সাতদিনের সবজি দেওয়া হয়েছে। পঞ্চাশটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বাড়িতে বাড়িতে সবজি পৌঁছে দেওয়া হয়”।

বিনামূল্যে সবজি বাজারে উপস্থিত থেকে উদ্যোক্তাদের উৎসাহিত করেন রামপুরহাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ সিরাজ জিম্মি, প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুকান্ত সরকার, তৃণমূলের রামপুরহাট শহর সভাপতি সৌমেন ভকত, রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেন, ব্যবসায়ী আনন্দ আগরওয়াল সহ অনেকে।

Share it