Lockdown Help
Share it

গোটা দেশের সাথে সাথে এরাজ্যও করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়েছে। লকডাউনে গভীর আর্থিক সংকটে পড়েছে বহু মানুষ। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে পিছিয়ে পড়া সম্প্রদায়ের লকডাউনের জেরে সম্পূর্ণরূপে বিপর্যস্ত। এই অবস্থায় পশ্চিম মেদিনীপুরের তপশিলি সম্প্রদায়ের পাশে দাঁড়ালেন BJP শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী।
দেখুন ভিডিও:

আর্থিকভাবে বিপর্যস্ত জঙ্গলমহলের অন্তর্গত ভাদুতলা এলাকার তপশিলি সম্প্রদায়ের মানুষেরা বর্তমান পরিস্থিতিতে প্রায় অনাহারে দিন কাটাচ্ছেন। এই খবর পাওয়া মাত্রই এগিয়ে এসেছেন BJP-এর এই শ্রমিক নেতা। হিন্দু জাগরণ মঞ্চের সহযোগীদের নিয়ে ভাদুতলার অন্তর্গত ধুবুলিয়া গ্রামে তপশিলি সম্প্রদায় মানুষের হাতে ডাল, আলু, বিস্কুট, ডিম সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন তিনি। পাশাপাশি বিতরণ করেন মাস্ক ও স্যানিটাইজারও। এলাকায় করোনা সংক্রমণ যাতে আর না ছড়ায় সেজন্য সচেতন থাকার বার্তাও দেন সম্রাট চক্রবর্তী।

Share it