আন্তরাজ্য দুই অস্ত্রকারবারীকে গ্রেফতার করল কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স ও বীরভূম জেলা পুলিশ। যৌথ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় বেআইনী অস্ত্র ও বিস্ফোরক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পেয়ে সিউড়ির লাগোয়া জাতীয় সড়কে আগে থেকেই ওঁত পেতে ছিল STF ও বীরভূমের পুলিশের একটি দল। সেই সময় পাচারের জন্য একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল অস্ত্রসস্ত্র ও বিস্ফোরক। সেগুলি বিহার থেকে বাংলায় পাচার হচ্ছিল বলেই জানা গেছে পুলিশ সূত্রে।
পুলিশ জানিয়েছে, এই অভিযান চালিয়ে দুজন পাচারকারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে 5টি অত্যাধুনিক 7mm পিস্তল, 10টি ম্যাগাজিন, 30 রাউন্ড গুলি এবং 20 কেজি বারুদ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে হুগলির দুই বাসিন্দা লকডাউনের সুযোগে লরিতে করে অস্ত্র পাচার করত। বিহারের মুঙ্গের থেকে ঝাড়খন্ড হয়ে লরি পালটে পালটে তারা অস্ত্র এরাজ্যে কারবার করত।
পুলিশ জানিয়েছে অস্ত্রের এই চোরাচালানের খবর তাদের কাছে আগে থেকেই ছিল। সেই দলের অন্যতম পান্ডা মহম্মদ সামশের আলমকে গ্রেফতার করা গিয়েছে। সিউড়ি থানায় একটি মামলাও রুজ করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া খবর অনুযায়ী, বেআইনী অস্ত্র বোঝাই ট্রাকটি রামপুরহাটের দিক থেকে আসছিল। সেই সময় পুলিশ রীতিমত ধাওয়া করে। পরিস্থিতি বুঝে ট্রাকটিও পালানোর চেষ্টা করে। কিন্তু, সফল হয়। পুলিশ ট্রাকটিকে ধরতে সক্ষম হয়।
জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি বলেন, “কিছু অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে বাকিদের ধরতে”।