PM Narendra Modi
Share it

অবশেষ রাজ্যগুলির দাবির কাছে নতি স্বীকার করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে বলেন, ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ওই দিন থেকে ১৮ ঊর্ধ্ব সমস্ত নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্য সরকারকে ভ্যাকসিনের জন্যে আলাদা করে আর কোনও টাকা খরচ করতে হবে না।


প্রধানমন্ত্রী বলেন, অনেকেই প্রশ্ন করেছেন, কেন রাজ্য সরকারগুলিকে ছাড় দেওয়া হচ্ছে না। সংবিধানে বলা হয়েছে স্বাস্থ্য পরিষেবা রাজ্যের বিষয়। আর সেই কারণেই রাজ্যগুলিকে নির্দিষ্ট নিয়ম উল্লেখ করে নির্দেশিকা পাঠিয়েছিল কেন্দ্র। মোদী বলেন, রাজ্যগুলিকে টিকা কিনে দেবে কেন্দ্র। বেসরকারি হাসপাতালগুলি টিকা পিছু ১৫০ টাকা পরিষেবা কর নিতে পারবে।


নরেন্দ্র মোদী আরও জানিয়েছেন, চলতি বছরের নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প চালাবে কেন্দ্রীয় সরকার। দেশের মানুষের মুখে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে। গরিব কল্যাণ অন্ন যোজনাও চালিয়ে যাওয়া হবে। ভারত যে সফলভাবে টিকাকরণ কর্মসূচি চালাচ্ছে, তাও এদিন জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, টিকা নিয়ে অনেকে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছিল, কিন্তু সেটা সফল হয়নি। ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর নিয়ম মেনে টিকাকরণ করছে বলেও দাবি নমোর। সেইসঙ্গে জানিয়েছেন, পৃথিবীর অনেক দেশে টিকাকরণ এখনও শুরুই হয়নি।

Share it