নিউজ ওয়েভ ইন্ডিয়া: ৮০ লক্ষ পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি করে দেওয়া হবে। এজন্য ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, “প্রতি ঘরে পাইপের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৮০ লক্ষ পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ পাবেন। এরজন্য রাজ্য সরকারগুলির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা হবে। এজন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”