নিউজ ওয়েভ ইন্ডিয়া: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, “ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পের জন্য বাড়তি ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। স্কিল ডেভেলপমেন্টের জন্য অনলাইন ট্রেনিং-এর ব্যবস্থা করা হচ্ছে। ১০.৩০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ঋণের সুবিধা পাবেন।”
তিনি বলেছেন, “কৃষকদের কাছে উন্নতমানের গবেষণা পৌঁছে দেওয়ার জন্য নতুন প্রকল্পের প্রস্তাব রাখা হয়েছে। কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। গঙ্গা উপত্যকায় রাসায়নিক মুক্ত চাষের ব্যবস্থা হবে। ২০২৩-এ মিলেট চাষে গুরুত্ব দেওয়া হবে। বাড়ানো হবে তৈলবীজের চাষ। এছাড়াও স্থানীয় ব্যবসায় উৎসাহ দিতে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট প্রকল্প আনা হচ্ছে।”
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, “বিনিয়োগ টানাই সরকারের প্রধান লক্ষ্য। দেশে ৬০ লক্ষ নতুন চাকরি তৈরি করা হচ্ছে।”