সুন্দরবন বাঁচাতে চাই দেশিয় ভ্যারাইটির চাষ
Share it

রুনা খামারু, কলকাতা: উচ্চফলনশীল ফসলের লক্ষ্যে দেশজুড়ে সার, কীটনাশক ও হাইব্রিড বীজের রমরমা বাজার। তা সত্ত্বেও সুন্দরবন অঞ্চলের হাতে গোনা কিছু কৃষক এখনও ভরসা রেখে চলেছেন বিভিন্ন ফসল ও সবজির দেশিয় ভ্যারাইটিগুলির ওপরেই। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, কোনওরকম কীটনাশক ও সারের প্রয়োগ না করেই সেখানে চলছে দেশীয় ভ্যারাইটিগুলির চাষবাস। জলবায়ু সহনশীল সেইসব ভ্যারাইগুলি চাষ করে হতাশ হতে হয়নি সেখানকার কৃষকদের। আর এইসব ভ্যারাইটিগুলির পুষ্টিমূল্যও অনেক বেশি। তাই দেশিয় ভ্যারাইটির ফসল ও সবজির চাষাবাদ সুন্দরবন অঞ্চলে আরও বেশি করে ছড়িয়ে দিতে সেখানে কাজ করে চলেছে বেশকিছু স্বেচ্ছাসেবী সংস্থা। যাদের মধ্যে অন্যতম আর.আর.এ. নেটওয়ার্ক ও ওয়াসান (WASSAN)।

তাদের উদ্যোগে সুন্দরবন অঞ্চলের বিভিন্ন ফসল ও সবজির দেশিয় ভ্যারাইটির বীজ নিয়ে ২২ ডিসেম্বর একটি সেমিনারের আয়োজন করা হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। সেমিনারে উপস্থিত ছিলেন সুন্দরবন অঞ্চলের কয়েকজন কৃষক ও সরকারিস্তরের বিশিষ্ট আধিকারিকরা। এইসব স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুন্দরবন অঞ্চলের কৃষকদের বিভিন্ন দেশিয় ভ্যারাইটির বীজের ব্যবহার, তার সংরক্ষণ ও প্রশিক্ষণ নিয়ে বাস্তব অভিজ্ঞতার আদান প্রদান করা হয় এই সেমিনারে। লক্ষ্য একটাই দুর্যোগ কবলিত সুন্দরবন অঞলের কৃষকদের খাদ্য, পুষ্টিগুণ ও জীবনযাপন সুরক্ষিত করতে আরও বেশি করে সাসটেনেবল এগ্রিকালচার ও জলবায়ু সহনশীল বীজ ব্যবস্থা গড়ে তোলা।

অনুষ্ঠানে কৃষকদের পক্ষ থেকে দেশিয় ভ্যারাইটির বীজের একটি প্রদর্শনীয়ও করা হয়। পাশাপাশি কয়েকজন কৃষককে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে। সরকারি আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল স্টেট সিড কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর সুকান্ত দাশগুপ্ত, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কৌশিক ব্রহ্মচারী, স্টেট বায়োডাইভার্সিটি বোর্ডের ডক্টর এস এন ঘোষ, SAMETI-র অধিকর্তা ডক্টর মানস ঘোষ, বর্ধমানে ফিল্ড ক্রপ রিসার্চ স্টেশনের যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর সঙ্গীত শেখর দেব ও ICAR-IIOR-এর প্রাক্তন অধিকর্তা ডক্টর কে এস ভারাপ্রসাদ। ভার্চুয়াল মোডে উপস্থিত ছিলেন ন্যাশনাল রেনফেড এরিয়া অথরিটির ডক্টর বি রথ ও রাজ্যের প্রাক্তন উচ্চপদস্থ কৃষি আধিকারিক ডক্টর অনুপম পাল।

এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাগ্রোইকোলজিস্ট অংশুমান দাস, DRCSC-র তরফে ডক্টর লুসিনা ইয়াসমিন। সুন্দরবন অঞ্চলে কমিউনিটি সিড সিস্টেম নিয়ে পাইলট স্টাডি করছেন ভাগ্য লক্সমি। উপস্থিত ছিলেন তিনিও। অনুষ্ঠানে সম্মানিত করা হয় তাঁদের। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বেচ্ছাসেবী সংস্থা আরআরএ নেটওয়ার্কের তরফে ডক্টর সব্যসাচী দাস। সুন্দরবন্দ অঞ্চলের কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে পরবর্তী প্লেনারিতে আরও আলোচনা করা হবে বলে জানিয়েছেন এদিনের অনুষ্ঠানের উদ্যোক্তারা।

Share it