নিউজ ওয়েভ ইন্ডিয়া: দুটি ভিন্ন জেলা। কিন্তু, সন্ত্রাসের আবহে এক। ভরসন্ধ্যায় প্রকাশ্য shoot out-এ মৃত দুই সদ্য জয়ী কাউন্সিলর। প্রথমজন উত্তর ২৪ পরগনার পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত ও দ্বিতীয়জন পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু। দুজনকেই ভরসন্ধ্যায় প্রকাশ্যে রাস্তায় গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
পানিহাটির আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় সাগরদত্ত মেডিক্যাল হাসপাতালে। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এইভাবে জনপ্রতিনিধিদের ওপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। কয়েক মাস আগে ইছাপুরেও তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল মজুমদারকে গুলি করে কুপিয়ে খুন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় নিজের এলাকার একটি পার্কের কাজের দেখভাল করতে গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। সেই সময় মোট ৪ জন দুষ্কৃতী মোটর বাইকে করে খুব কাছ থেকে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। এর পর দ্রুত বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
অন্য দিকে, রবিবার ঠিক একই রকমভাবে পুরুলিয়ার ঝালদায় সদ্য জয়ী কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে গুলি করে কয়েকজন দুষ্কৃতী। তারপরেই দ্রুত মোটর বাইকে উঠে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় ওই কাউন্সিলরকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে রাঁচিতে স্থানান্তর করা হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে ওই কাউন্সিলরেরও।